ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের উন্নত
চিকিৎসা নিশ্চিত করা হবে।
আজ বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সাথে
টেলিফোনে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ক্যাপ্টেন নওশাদকে বাংলাদেশ বিমানের সম্পদ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী
বলেন, তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর চিকিৎসার
বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট মাস্কাট-ঢাকা রুটে ১২৪ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স ঢাকা আসার পথে পাইলটের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ভারতের
মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি
জরুরি অবতরণ করে। পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি
সেখানে চিকিৎসাধীন আছেন।