নিজস্ব প্রতিনিধি ।।

তরুণ প্রজন্মকে স্মার্টফোন আসক্তি প্রতিরোধে সৃজনশীল গ্রন্থ পাঠে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুন) সকাল ১১ টায় উত্তরা ১০নং সেক্টরে উত্তরা পাবলিক লাইব্রেরী কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভাটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক, মাফিদা আকবর।

উত্তরা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকুজ্জামান খানের সঞ্চালনায় জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক দয়াল কুমার বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলেন, “এমন লাইব্রেরী যেন প্রতি ঘরে ঘরে প্রভাব বিস্তার লাভ করে। শুধু আমাদের স্মার্টফোন আসক্তি প্রতিরোধ করলেই হবে না তরুণদের এই প্রযুক্তির পজেটিভ দিক ব্যবহারে উৎসাহিত করতে হবে। এবং তারেকুজ্জামান ভাইকে এমন সামাজিক কাজ করাই ধন্যবাদ জানাই”।

সভাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার সহ বীর মুক্তিযোদ্ধা ও গুণী ব্যক্তিরা