ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বাংলাদেশ
বিনির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তাদের কাজের নতুন নতুন ক্ষেত্র
তৈরি হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গবেষণার জন্য অর্থ প্রদান করছে।
আইসিটি বিভাগও স্টার্ট আপ প্রকল্পে অর্থায়ন করছে। এ সুযোগ নিয়ে সহজেই তরুণ- তরুণীরা
উদ্যোক্তা হতে পারেন।

প্রতিমন্ত্রী গতকাল কৃষিবিদ ইন্সটিটিউটে ‘Rise Above All- Beyond Boundaries’ শীর্ষক
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় আরো
মনোযোগী হতে হবে। ডিজাইন থিঙ্কিং ও স্ট্রাকচার্ড থিঙ্কিং, ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত
গবেষণা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং স্কেলআপ আগামী প্রজম্মকে যোগ্য করে গড়ে তুলবে।
নসরুল হামিদ আরো বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ,
বিজার্ভ ৪৫ বিলিয়ন মার্কিন ডলার, ২০২০ সালে বৈদেশিক বিনিয়োগ ২.৬ বিলিয়ন ডলার, বাণিজ্য
উন্মুক্ততায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। এছাড়া ডেমোগ্রাফিক ডেভিডেন্ট,
অষ্টম বৃহত্তম রেমিট্যান্স অর্জনকারি দেশ, নারী-পুরুষের কাজের সমতা, দক্ষিণ এশিয়ার দ্বিতীয়
বৃহত্তম আউটসোর্সিং দেশ হিসেবেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের
২৩তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে।

ডন সামডানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির প্রধান অনুপ্রেরণামূলক কর্মকর্তা
গোলাম সামদানি ডন –এর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি, মিডিয়া এবং কর্পোরেট
সেক্টরের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কর্মজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারাও
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।