সরদার রইচ উদ্দিন টিপু , নড়াইল, ১১ মাঘ (২৫ জানুয়ারি):

নড়াইলের লোহাগড়া উপজেলার  ইতনা ইউনিয়নে, ইতনা শামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, গহরডাঙ্গা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড, গোপালগন্জ কর্তৃক ২০২১ সালে মাদ্রাসা শিক্ষাবোর্ডের সমাপনি পরীক্ষায় উত্তর্নী মেধাবী  ১০ জন শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়েছে।

সেই সাথে ১৭ জন কোমলমতি শিশুকে কোরআন শরীফ পড়ানোর জন্য তাদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।  অত্র মাদ্রাসার মুহাতামিম মুফতি  মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  লক্ষীপাশা কওমী মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওঃ মোঃ ওহিদুর রহমান, মোচড়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাহীদুর রহমান, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু, এস এম শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইতনা এই মাদ্রাসা টি ঐতিহ্য বাহি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে ২ শতাধিক এতিম ও দুস্ত শিশু কিশোরা ধর্মীয় শিক্ষা গ্রহন করছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৪১ জন এতিম শিক্ষারত কিন্ত আমরা সরকারী অনুদান পাই মাত্র ১৬ জনের।

তাই সরকারের কাছে আমাদের  বিশেষ আবেদন আমাদের তথা এতিমদের প্রতি সুদৃষ্টি রাখার সবিনয় অনুরোধ করছি।