ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে
দেশব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকালও ঢাকা বিভাগের
বিভিন্ন জেলায় এ কার্যক্রম অব্যাহত ছিল।
নরসিংদী জেলায় ১১৫ দশমিক ৫০০ মে.টন চাল এবং ভিজিএফ কার্ডের ১ হাজার
৩৭৬ দশমিক ৫৯০ মে. টন চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে
১ হাজার ৬৬টি পরিবার ও ৫৩৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শরীয়তপুর জেলায় ৩৩৩ কলের মাধ্যমে ১২৬টি পরিবারকে ১২৬টি ত্রাণসামগ্রীর
প্যাকেট বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে নগদ ৭ লাখ টাকা এবং ৮৬ মে. টন চাল বিতরণ
করা হয়। ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬২৩ দশমিক ১৫০ মে. টন চাল বিতরণ করা হয়। ৩৩৩
কলের মাধ্যমে ৫৮টি পরিবার ও ২৩২ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কিশোরগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ২৩ লাখ ২৫ হাজার টাকা নগদ এবং ৩ লাখ ২১
হাজার মে. টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১ লাখ ৩১০ মে. টন
চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের মাধ্যমে ৪৮২টি পরিবার ও ২ হাজার ৪১০ জনকে
আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলার জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয় তথ্য অফিসের মাধ্যমে
এসব তথ্য জানিয়েছে।