গাজীপুর প্রতিনিধি:
ঢাক-টাঙ্গইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে । বুধবার বিকেল তিনটার দিকে মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত সামির হোসেন(১৮) গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার মৃত মজিুবর রহমানের ছেলে এবং একই এলাকার মুকলেছুর রহমানের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আবুল হাসান(১৩)। জিএমপির কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক শওকত ইমরান জানান, বিকেলে কোনাবাড়ি থেকে জয়দেবপুর যাওয়ার পথে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় । এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয় । ঘটনাস্থল লাশ উদ্ধার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি ।