ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫ হাজার ৩০০ কোটি ডলারের একটি পরিকল্পনায় ঐকমত্য হয়েছেন আরব বিশ্বের নেতারা। ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

মিসর উত্থাপিত ও আরব দেশগুলোর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা বলা হলেও পিএর অধীনে গাজার শাসন ব্যবস্থা এখনও অনিশ্চিত। কারণ, ইসরায়েল ভবিষ্যতে পিএর কোনো ভূমিকা নাকচ করে দিয়েছে এবং ট্রাম্প তাঁর প্রথম দফায় ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ওয়াশিংটন অফিস বন্ধ করে দিয়েছিলেন।

মিসরের পরিকল্পনাটি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সমর্থনও পেয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরিকল্পনাকে ‘পরিস্থিতির বাস্তবতা উপেক্ষা’ করার শামিল বলে উল্লেখ করেছে। ট্রাম্প প্রশাসনও এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।