ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :
ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে
কাজ শুরু হয়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও
প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ সকল নগর-মহানগর এমনকি গ্রামকেও
পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রী আরো বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ
করা হবে। খালের দুই পাড়ে বাঁধ দিয়ে ওয়াকওয়ে তৈরি করা হবে। একইসঙ্গে গণপূর্ত
মন্ত্রণালয়ের আওতায় থাকা খালগুলো দ্রুত সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির
উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মোঃ হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।