ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে  মানবিক সহায়তা হিসেবে  সরকারের পক্ষ
হতে দেশব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ঢাকা বিভাগের
বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
নরসিংদী  জেলায় ত্রাণ হিসেবে  নগদ ১৭ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ২ লাখ ১২
হাজার ৫০০ দশমিক ৮৪০ মে. টন চাল বিতরণ করা হয়। ভিজিএফ কার্ডের ১ হাজার ৩৭৬
দশমিক ৫৯০ মে.টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ১ হাজার ১১৭টি
পরিবার ও ৫ হাজার ৫৮৫ জনকে ত্রাণ বিতরণ করা  হয়।
গোপালগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে নগদ ১ লাখ টাকা এবং ২৮৯ দশমিক ৮৪০ মে. টন
বিতরণ করা হয়। ভিজিএফ কার্ডের মাধ্যমে ৮৯৩ দশমিক ৬৩ মে.টন চাল বিতরণ করা হয়।
৩৩৩ কলের মাধ্যমে
১ হাজার ৮৬০ টি পরিবার ও হাজার ৮ হাজার ৩৭০ জনকে ত্রাণ বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলায় ১৬০ টি পরিবার মধ্যে  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ  জেলায়  ত্রাণ হিসেবে নগদ ৮ লাখ টাকা এবং ১২১ মে.টন চাল, ভিজিএফ
কার্ডের মাধ্যমে ৬২৩ দশমিক ১৫০মে. টন চাল এবং ৩৩৩ কলের মাধ্যমে ৫৮টি পরিবার
এবং ২৩২ জন লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ফরিদপুর জেলায় ৩ টন চাল বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে
এসব তথ্য জানিয়েছে।