নির্ঘুম রাতের ভুল ভ্রুণ
——নাসিমা খান
নিভিয়ে দাও বাতি।
নিভিয়ে দাও অসহ্য লাগছে এই বীভৎস ক্ষুধার দৃশ্য!

মণি থেকে ঠিকরে পড়ছে বেদনার নিকষকালো অন্ধকার বিষ! এই আলো নিভিয়ে দাও! দুটো শুকনো রুটি আমার বত্রিশ বছরের ক্ষুধার্ত উদরে ঢুকবে না। এর থেকে ভুখা থাকার ইতিহাস গর্বের।

নিভিয়ে দাও আলো! আমি গরাদের ভিতর নির্ঘুম রাতের ভুল ভ্রুণ দেখতে চাই না আর!

কতদিন বলেছি ইনকিউবেটরে ফোটানো যায় না মানুষের ভ্রুণ! যে বিজ্ঞানী পারে পারুক! আমার জরায়ুতে মানুষের বীর্য চাই।

জলের ক্রন্দনে যে আলো, অক্সিজেন ফুরোলে নিভে যায় তা। আমি সুদূর নক্ষত্রের দৌড়ে সূর্যের জ্বলে ওঠা দেখার জন্য কুসুমাস্তীর্ণ উষ্ণতা বুকে ডিমগুলো উদরের হ্যাচারিতে বত্রিশ যৌবন তাপ দিয়েছি।

ভুল ভুল স্বাধীনতার ডিমগুলো ভেঙে যাক। আমি নির্বিঘ্নে একুশ দিন তা দেওয়ার স্বাধীনতা চেয়েছি।
তারিখঃ ১৪/৩/২০২৪