এস এম মিলন, ৩ মাঘ (১৭ জানুয়ারি) :

নড়াইলের লোহাগড়া উপজেলাধীন জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে নয়ন ব্রিকস নামে এক ইট ভাটায় অবৈধভাবে পুড়ছে কাঠ। আইন কানুন এর তোয়াক্কা না করে শত শত মণ জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে এ ইট ভাটায় এতে পরিবেশের ভারসাম্যের চরম অবনতি হচ্ছে। রোববার (১৬ জানুয়ারী) ইট ভাটায় সরেজমিন এ গিয়ে দেখা যায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট, তবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে।

এ ছাড়া ইট পোড়ানোর কাজে জ্বালালি কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সরেজমিনে লোহাগড়া উপজেলার নয়ন ব্রিকস নামে ওই ইট ভাটায় তথ্য সংগ্রহ করতে গেলে ভাটার মালিক মজিবর রহমান মোল্যা এবং ম্যানেজার মিন্টু সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন ও অকথ্য ভাষায় গালাগাল করে এবং ইট ভাটায় কাঠ পোড়ানো অবৈধ মর্মে সাক্ষাৎকার দিতে চান না।

এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অবৈধ ভাটার বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।