মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষনা দিয়েছে দেশটির সরকার ৷ প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে এই সময়কালে সমস্ত সেক্টরকে কাজ করার অনুমতি দেওয়া হবে না। আজ শুক্রবার (২৮ মে’২১) দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলর বৈঠক অনুষ্ঠিত হয় ৷ উক্ত বৈঠক থেকে ১৪ দিনের পূর্ণাঙ্গ লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।