ঢাকা, ১৫ ভাদ্র (৩০ আগস্ট) :

          সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একটি মানুষও যেন অনাহারে না থাকে। বন্যাকবলিত লোকজন যেন নিরাপদ থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলে সার্বক্ষণিক খোঁজ রাখবেন।

          আজ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে  বন্যাকবলিত মহিষামুড়ি ও রুদ্রেশ্বর গ্রামের ৫০০ পরিবারেরে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          দুর্গত মানুষের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে ঢাকা থেকে সার্বক্ষণিক খবর রাখছি। যাতে আপনারা কষ্টে না থাকেন সে ব্যাপারে যা যা করণীয় সব করা হবে। সরকারের বা আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা করা হবে।

          একটি লোকও যেন না খেয়ে থাকে না এজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পরে মন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। উল্লেখ্য, ৫০০ পরিবারের জন্য পরিবারপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে আটা, ডাল, তেল ও লবণ প্রদান করা হয়।