ঢাকা, ১৬ আষাঢ় ( ৩০জুন) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ কাতারের
বিদায়ি রাষ্ট্রদূত Ahmed Mohammed Nasser Al-Dehaimi প্রতিমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ
করেছেন। এসময় তারা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাফল্যের সাথে বাংলাদেশে দায়িত্ব পালন করায় প্রতিমন্ত্রী বিদায়ি রাষ্ট্রদূতকে
অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রগতি ও
সুসংহতকরণে যে প্রচেষ্টা চালিয়েছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য। জ্বালানি খাতে
একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানিসহ ব্যবসা-
বাণিজ্যের বিভিন্ন উপখাতে কাতারের বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বিদায়ি রাষ্ট্রদূতকে
অবদান রাখার আহ্বান জানান।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল
হামিদকে ধন্যবাদ জানিয়ে বিদায়ি রাষ্ট্রদূত বলেন, কাতার বাংলাদেশকে সহযোগিতা করতে
উৎসুক। তিনি বলেন, কাতার এলএনজিসহ জ্বালানির বিভিন্ন উপখাতে বাংলাদেশের সাথে
আরো কাজ করতে চায়। এসময় তারা বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত ব্যবসা-
বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।