ভোলা, ২৯ আষাঢ় (১৩ জুলাই); টিপু সুলতান ভোলা প্রতিনিধি:
সদর উপজেলা আলিনগর ইউনিয়নের রুহিতা গ্রামের সুপারিবাগান থেকে ওবায়দুল নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার রুহিতা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল ওই গ্রামের মৃত আব্দুলের ছেলে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আরমান হেসেন জানান, সুপারি বাগান থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত চার দিনে ভোলা সদরে ৩টি খুনের ঘটনা ঘটলো।