এথেন্স, গ্রিস, (২৫ জুন)
মাল্টায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আসুদ আহ্‌মেদ বৃহস্পতিবার সেদেশের
রাষ্ট্রপতি ড. জর্জ ভেল্লার কাছে অনাবাসী হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।
হাইকমিশনার রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ
হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
মাল্টার রাষ্ট্রপতি বাংলাদেশ এবং মাল্টার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের
কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক আরো ফলপ্রসূ ও মজবুত করা সম্ভব। ড. জর্জ ভেল্লা
গণহত্যা ও নির্যাতনের শিকার মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা-জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের প্রশংসা করে বলেন, এতে বিদ্যমান সীমাবদ্ধতার
মধ্যেও মানবতারক্ষায় বাংলাদেশের দৃঢ়প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছে। পাশাপাশি তিনি রোহিঙ্গা-
সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে
হতাশা ব্যক্ত করেন।
মাল্টার রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু-সংকট নিরসনে বাংলাদেশের অগ্রণী ভূমিকা এবং
জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগমোকাবিলায় সক্ষম অর্থনৈতিক ভিত্তিবিনির্মাণে
বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। প্রাকৃতিক দুর্যোগমোকাবিলায় গৃহীত বিভিন্ন প্রকল্পে
মাল্টার কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়েরও প্রস্তাব দেন। এছাড়া, তিনি নিরাপদ ও
নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার কথা উল্লেখ করেন।
হাইকমিশনার আসুদ আহ্‌মেদ বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে মাল্টার রাষ্ট্রপতিকে
বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।