সিলেট, ১৩ মাঘ (২৭ জানুয়ারি) :

অবরোধ প্রত্যাহারের পর এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব ভবনের তালা খুলে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ১১ দিন পর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও হল অফিস খুলে দেওয়া হয়।

তবে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা৷ আন্দোলনের অংশ হিসেবে নাটক, গান, কবিতা, আবৃত্তি, র‌্যালিসহ বেশকিছু কর্মসূচি হাতে নেবেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও উপাচার্যের বাসভবনে প্রবেশের মূল ফটক খুলে দেওয়া হয়।