এস এম মিলন, নড়াইল, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন ” বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
নড়াইলের লোহাগড়া উপজেলায় সমবায় সমিতির টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা ও আয় বর্ধন সংক্রান্ত দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো হাদিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় আফিসার
মো আসলাম আলী ভুইয়া, উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থা চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, প্রধান প্রশিক্ষক মো হারুনর রশীদ, জেলা পরিদর্শক মো আলমগীর হোসেন আলম,
জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট এর আয়োজনে এবং উপজেলা সমবায় কার্যালয় এর বাস্তবায়নে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়।

লোহাগড়ার উপজেলা পরিষদের হল রুমে ১৬ নভেম্বর সকাল দশটা থেকে এই ভ্রাম্যমান প্রশিক্ষণ বিকাল পর্যন্ত চলে।
উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।