বহু বছর আগে বাংলার কোন গ্রামে
ক্ষেতের আল ধরে হেঁটেছি খালি পায়ে
অনন্ত পথ সবুজের বুকে
হৃদয়ে ভিজে এক ফোটা শিশির।
সোঁদা গন্ধ ছড়ায় মাটি শরীরে মাখি কত
কত বনফুল বিছিয়ে রয়েছে ধারে
মৃত শামুকের দল বুক ভাঙ্গে অসিম চূর্ণতায়
লবঙ্গ লতিকার হারানো বিকেল খুঁজে পায় নাক ফুলে।
এমনই ছিলো সেই দিনগুলি
ফেলে এসেছি শৈশবে
এখন মধ্য বয়সে
লবঙ্গ লতিকারে খুঁজি।
হারিয়ে গেছে বনফুল
মৃত শামুকের দল আবার জেগে উঠবে হয়তো
এই পোড়া মাটির নগরে
মড় মড় করে ভূকম্পনে।
সমস্ত শালিকেরা হারাবেনা সেদিন কাকেদের ভোজে
দোঁয়েলের গান ভেসে আসবে দূর থেকে ক্ষীন সুরে
এক মুঠো রোদ গড়াগড়ি খাবে ঘাসফুলে
পুনরায় জাগ্রত হবে ধরনী।
ধ্বংসস্তুুপের নিচে চাপা পরা ঘাসে
আবার গজাবে হয়তো সবুজের সারি
আবার ও হাটবো সেদিন ক্ষেতের আল ধরে
খালি পায়ে
অপেক্ষায় আছি…….