দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে ঢুকানো হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসা‌লে সওয়াব মাহফিলে বক্তব‌্য প্রদানকা‌লে এসব কথা বলেন তিনি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধামতী দরবার শরী‌ফের পীর আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কি কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন, তদবির কোনো ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ।