টি-২০ বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ভারতের দেওয়া ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ট্রাভিস হেড। আর কেউ তেমন ভালো করতে পারেনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। ৫ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন বিরাট কোহলি। তবে সেই ধাক্কা পাল্টা আক্রমণে পুষিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। তার ঝোড়ো ইনিংসে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে ভারত।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আরশদ্বীপ সিং।

সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে টাস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত।

২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার। তার বিদায়ের পর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ট্রাভিস হেড।

ভারতের বোলারদের ওপর চড়াও হন হেড। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মার্শকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়েন হেড। তবে দলীয় ৮৭ রানে ২৮ বলে ৩৭ রান করে আউট হন মার্শ।
মার্শের বিদায়ের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান হেড। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দলীয় ১৫০ রানে ৪৩ বলে ৭৬ রান করে আউট হন হেড। তার বিদায়েই ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করতে সক্ষম হয় অজিরা। ভারতের পক্ষে আর্শদিপ সিং নেন ৩টি উইকেট।