নরসিংদী, ১৯ পৌষ (৩ জানুয়ারি) :
আইনজীবীদের সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
মন্ত্রী গতকাল নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ
২০২২ এর সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির মূল ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির
উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ।
শিল্পমন্ত্রী বলেন, আমি এ জেলার সন্তান। আমার বাবা ছিলেন একজন আইনজীবী। তাই
আইনজীবীদের বসার জন্য যেন কষ্ট না হয় সেজন্য একটি ভবন নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ।
এছাড়া নারী শিশু বিচারক বেগম মেহেরুন্নেসা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যাহ সাইফুল
আলম, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড আব্দুল হান্নান ভূইয়া প্রমুখ
বক্তব্য রাখেন। এসময় বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।