আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও বিগত তিন নির্বাচন বাতিল চেয়ে করা রিট চালাবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম।
এর কারণ জানতে চাইলে মি. করিম বলেন, “আমাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে, উই উইল নট প্রসিড।”
আওয়ামী লীগ ছাড়া অন্য যে ১০টি দলকে রাজনীতির বাইরে রাখার জন্য রিট করা হয়েছিলো, সেগুলো হচ্ছে— জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ তরীকত ফেডারেশন, গণতন্ত্রী দল, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মার্ক্সিস্ট-লেনিনিস্ট (বড়ুয়া) ও সোশ্যালিস্ট পার্টি অব বাংলাদেশ।