ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :
চ্যালেঞ্জ মোকাবিলায় আগামীদিনের ব্যবসা-বাণিজ্যের পদ্ধতিগত পরিবর্তন
অপরিহার্য বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন,
শোরুমভিত্তিক ব্যবসা-বাণিজ্যের দিন প্রায় শেষ। করোনা অতিমারি ডিজিটাল বাণিজ্য
সম্প্রসারণে আমূল পরিবর্তনের সূচনা করেছে। মন্ত্রী পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে
নেওয়ার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল ঢাকায়, কোভিড পরিস্থিতিতে লকডাউনে তথ্য
প্রযুক্তি ব্যবসার সংকট উত্তরণে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা
বলেন।
মন্ত্রী বলেন, সারা পৃথিবী বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবিলা করছে, ডিজিটাল
বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের ফলে বাংলাদেশ
তুলনামূলকভাবে অনেকটাই স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এই
পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি ডিভাইস ছাড়া সরকারি-বেসরকারিসহ ব্যক্তি প্রতিষ্ঠান অচল
উল্লেখ করে তিনি বলেন, টেলিকম,ইন্টারনেট ও ডাক সার্ভিসকে সরকার সে বিবেচনায়
জরুরি সেবার আওতায় রেখেছে। তিনি বলেন, ডিজিটাল পণ্য সরবরাহ ও বিক্রয়
প্রতিষ্ঠানসমূহকে ডিজিটাল প্ল্যাটফর্ম এর আওতায় আনতে পারলে সুফল পাওয়া যাবে।
মন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। এরই ধারাবাহিকতায়
রূপান্তরিত হবে ডিজিটাল ডিভাইস। দেশে ডিজিটাল ডিভাইসের বাজার অনেক সম্প্রসারিত
হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষার্থী আছে, তাদের
প্রত্যেকের ডিজিটাল ডিভাইসের প্রয়োজন হবে। কাজেই বাজার কৌশলও পরিবর্তন আনতে
হবে।
অনুষ্ঠানে বিসিএস সভাপতি শাহিদ উল মনিরের সভাপতিত্বে সাবেক সভাপতি এস এম
ইকবাল, মিডিয়া ব্যক্তিত্ব মোজাম্মেল বাবু, বিসিএস নেতা সাফকাত হায়দার, সবুর খান,
মনিরুল ইসলাম এবং মুজাহিদ আল রিরুনী প্রমূখ বক্তৃতা করেন।
অনু্ষ্ঠানে বিসিএস এর ময়মনসিংহ, যশোর, চট্রগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল এবং
খুলনা শাখার প্রতিনিধিগণ বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় মতামত ব্যক্ত করেন।