Eid Mubarak card with lanterns pattern background

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে ) :

দেশের আকাশে আজ কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২ মে সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩ মে মঙ্গলবার থেকে পবিত্র শাওয়াল মাস শুরু হবে। ফলে আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর  উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,  মন্ত্রিপরিষদ বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।