উত্তরা, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :

আধিপত্য বিস্তার,পূর্বশত্রুতা,হামলা- মামলা, হুমকী ও বিরোধের জের ধরে রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গের দু’ পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় গ্রুপের কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন । রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টর কল্যান সমিতির অফিসের সামনে তৃতীয় লিঙ্গের কচি হিজড়া ও শান্তা – আপন গ্রুপের লোকজনের মধ্যে কয়েক দফা এ মারামারির ঘটনা ঘটে। আহতদেরকে টঙ্গীস্হ শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।

এবিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু হামলাকারীরা পুলিশ দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কৌশলে গাড়িতে উঠে পালিয়ে যায়।

হামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, এর আগে ২৫ অক্টোবর উত্তর পশ্চিম থানায় এক ব্যক্তি ২/৩’শ হিজড়ার বিরুদ্ধে একটি মামলা করেছে। এই ঘটনাও তদন্ত করে মামলা নেয়া হয়েছে। পরে মামলার আসামি শান্তা হিজরার গ্রুপ উলটো মামলা করতে আসলে উক্ত গ্রুপের ৬ জনকে থানায় আটক করে উত্তরা থানা পুলিশ ।

উক্ত হামলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে আইরিন, সিমু, মিম, সৃষ্টি, অন্তরা, কমলা, পায়েল বৃথী এবং অপুর অবস্থা আশংকাজনক।