ঢাকা, ২২ র্কাতকি (৭ নভম্বের) :
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে ডিজেল চালিত বাস ও মিনিবাস চলাচলের ক্ষেত্রে
প্রতি যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১.৮০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেল চালিত বাস চলাচলের ক্ষেত্রে প্রতি যাত্রী
প্রতি কিলোমিটার ভাড়া ২.১৫ টাকা এবং মিনিবাস চলাচলের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি
কিলোমিটার ভাড়া ২.০৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে
সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা।
ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর আওতাধীন জেলার
(নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে
চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ২.০৫ টাকা
পুনঃনির্ধারণ করা হয়েছে।
পেট্রোল, অকটেন ও গ্যাস চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে
না।
জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার আগামীকাল ৮ নভেম্বর ২০২১ হতে কার্যকর হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনমূলে আজ এ সিদ্ধান্ত জানানো
হয়।