বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩-৪ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ পর্যন্ত “আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা (২০২৩-২০২৪)” এর আঞ্চলিক পর্বের খেলা আয়োজন করা হয়েছে। শনিবার( ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ইং) দেশের ৬টি ভেন্যুতে একযোগে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।ভেন্যুগুলো হচ্ছে-গাজীপুর,রাজবাড়ী,নড়াইল,যশোর,বগুড়া এবং চট্রগ্রাম। গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ বরকত স্টেডিয়াম, গাজীপুরে ঢাকা বিভাগ ১ এর খেলা অনুষ্ঠিত হয়।গাজীপুর স্টেড়িয়ামের খেলা উদ্বোধন করেন জনাবা সৈয়দা জান্নাত আরা ,অতিরিক্ত ডিআইজি,সিআইডি- বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান মহিলা ভলিবল উপ কমিটি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

গাজীপুর ভেন্যুর সার্বিক তত্বাবধানে থাকেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন থেকে প্রেরিত রেফারী শেখ রাসেল হাসান, আন্তর্জাতিক ভলিবল রেফারী। ছয়টি ভেন্যু থেকে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল নিয়ে চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।

আজকের খেলার ফলাফল (০৩.০২.২০২৪) ০১ বিভাগ:
ঢাকা-ক, আঞ্চলিক পর্ব

ভেন্যু: শহীদ বরকত স্টেডিয়াম (গাজীপুর)

ফলাফল ১ম খেলাঃ জামালপুর ২-০ সেটে গাজীপুর কে পরাজিত করে।

২য় খেলাঃ টাঙ্গাইল ২-০ সেটে গাজীপুর কে পরাজিত করে।

৩য় খেলাঃ টাঙ্গাইল ২-০ সেটে জামালপুর কে পরাজিত করে।

চ্যাম্পিয়ন: টাঙ্গাইল

রানার্স আপ: জামালপুর

সোহরাব হোসেন,০১৭১২৬৩৯৭২

তারিখ:০৩-০২-২৪ইং