বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ, সঠিক তালিকা প্রণয়ন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আহত এক ব্যক্তি।

আন্দোলনের সময় আহত ব্যক্তিদের এবং নিহতদের পরিবারকে এখনও কোন ক্ষতিপূরণ দেয়া হয় নি। এই ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আহত ও নিহতদের সম্পূর্ণ ও আনুষ্ঠানিক তালিকা যত দ্রুত সম্ভব প্রণয়ন করা, আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা এবং গুরুতর আহতদের জন্য বিশেষায়িত যত্নের ব্যবস্থা করার নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।

ক্ষতিপূরণ নীতি প্রণয়নে কমিটি গঠন এবং ক্ষতিপূরণ দিতে একটি স্বাধীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে।