নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১০ নম্বর পিলারের সাথে ‘রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ
জাহাঙ্গীর’ এর ধাক্কা লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। কমিটিকে তিন দিনের মধ্যে
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের নিকট রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মোঃ রাশেদুল ইসলাম কমিটির আহ্বায়ক।
কমিটির অন্য সদস্যরা হলেন-বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ

হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিএর পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) এম
শাহজাহান, এজিএম (ইঞ্জিনিয়ারিং) মোঃ রুবেলুজ্জামান এবং এজিএম (মেরিন) আহমেদ আলী

বিআইডব্লিউটিসি গতরাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

‘ফেরি জাহাঙ্গীর’ এর ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল সুকানী বরখাস্ত
মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত 'রো-রো ফেরি
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় উক্ত ফেরির ভারপ্রাপ্ত
মাস্টার মোঃ দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী মোঃ আবুল কালাম আজাদকে গতকাল
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি গতরাতে এ সংক্রান্ত আদেশ জারি
করেছে।