রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের মেঘালয়ের রাজধানী শিলিংয়ে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া গেছে ঢাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা ছাড়াও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য বলছে, ভারতের শিলিংয়ের এর কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮।
ভূমিকম্পের পর ঢাকার অনেক বাসিন্দা ফেসবুকে কম্পন অনুভূত হওয়ার কথা লিখেছেন। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সবার ভূমিকম্পের বিষয়টি উল্লেখ করে পোস্ট দিচ্ছ অনেকে।