আবুধাবি, ৯ আগস্ট :
আবুধাবির বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত আবু জাফর মহোদয়ের সভাপতিত্বে
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর কর্মময় জীবনের উপর
প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ বাংলাদেশের
স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বাঙালির শ্রেষ্ঠ
অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণা
এবং সহযোদ্ধা ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ
বঙ্গমাতা এবং ১৫ই আগস্ট ১৯৭৫ এর সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা
করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কুলের
উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটি এর গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।