ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, দেশে চাউল, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ,
আদা, রসুন মসলাসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আন্তর্জাতিক বাজার দরের সাথে সামন্জস্য রেখে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে বাণিজ্য
মন্ত্রণালয় কাজ করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বাজার
মনিটরিং এবং অভিযান জোরদার করেছে। আমদানিনির্ভর পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে
রাখার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
বাণিজ্যসচিব আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিত্যপ্রয়োজনীয়
পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার
লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যসচিব বলেন, বাজারে যাতে পণ্য সরবরাহে কোন ধরনের ঘাটতি বা ব্যাঘাত
সৃষ্টি না হয় অথবা কৃত্তিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করা না হয়, সে বিষয়ে সরকার
পদক্ষেপ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয়
পণ্য খোলা বাজারে বিক্রয় অব্যাহত রেখেছে। গতবছরের চেয়ে এবার প্রায় আড়াইগুণ বেশি
পণ্য বিক্রয় করা হচ্ছে। অন্যায়ভাবে পণ্যর মজুত করলে বা কৃত্তিম উপায়ে মূল্য বৃদ্ধির
চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
বাণিজ্যসচিব আরো জানান, বাজারে চাউলের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে
সরকার চাউল আমদানি শুরু করেছে এবং আমদানি শুল্ক কমানো হয়েছে।  আমদানিকৃত
ভোজ্য তেল এবং চিনির যৌক্তিক মূল্য নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হয়েছে।
সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এবং সাবেক সিনিয়র সচিব মো.
মফিজুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততরের মহাপরিচালক বাবলু
কুমার সাহাসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।