আম্মান (জর্ডান), ৩০ জুন :   
জর্ডানে বাংলাদেশ দূতাবাস ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল
এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আম্মানের পাঁচ তারকা
হোটেল ‘ফেয়ার মন্ট’-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে জর্ডানের সরকারি কর্মকর্তা,
সাংবাদিক ও জর্ডানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত নাহিদা সোবহান অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের
ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। তিনি যে সোনার
বাংলা স্বপ্ন দেখেছিলেন – তা ছিল ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা এবং সাম্প্রদায়িকতামুক্ত
একটি দেশ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজকের বাংলাদেশের অর্জন
বৈশ্বিকভাবে স্বীকৃত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের
‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।
সেমিনারে উপস্থিত অতিথিরা বাংলাদেশ বিষয়ে তাদের ইতিবাচক ধারণা ব্যক্ত করে
বাংলাদেশের অগ্রযাত্রার সাফল্য কামনা করেন। তাঁরা বাংলাদেশের নেতৃত্বে প্রধানমন্ত্রীর
ভুয়সী প্রশংসা করে বলেন, যোগ্য নেতৃত্ব একটি রাষ্ট্রের উন্নতির অবশ্যম্ভাবী শর্ত।
বাংলাদেশর অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের নেতৃত্বের সঠিক দিক নির্দেশনা এবং দেশের
সাধারণ মানুষের আন্তরিক প্রচেষ্টার ফল।
অনুষ্ঠানে বিভিন্ন বাংলাদেশি পণ্য ও দ্রব্য সামগ্রীর প্রদর্শনী করা হয়। আগত
অতিথিরা বাংলাদেশি পণ্য সামগ্রী ঘুরে ঘুরে দেখেন এবং এই বিষয়ে তাদের অভিমত ব্যক্ত
করেন। সেমিনার শেষে একটি মনোজ্ঞ ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ
বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।