০৪ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান ইউক্রেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর আগে থেকেই জেলেনস্কি সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রেজনিকভ।
প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্তের কথা উল্লেখ করে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘নতুন পদ্ধতিতে’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার সময় এসেছে।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে ওলেকসি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন তিনি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির প্রশাসনে দুর্নীতিবিরোধী ব্যাপক পদক্ষেপের মধ্যেই রেজনিকভকে বরখাস্তের ঘোষণা এলো।
এদিকে ইউক্রেনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওলেকসি রেজনিকভকে যুক্তরাজ্যে ইউক্রেনের নতুন দূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক অঙ্গনে ৫৭ বছর বয়সী ওলেকসি রেজনিকভ বেশ পরিচিত একজন ব্যক্তি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাঁকে পশ্চিমা মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে ওলেকসি রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জেলেনস্কি প্রশাসনের শক্ত অবস্থানের কারণেই পদ হারাতে হলো তাকে।