১৬ ডিসেম্বর ২০২২:

জাতিসংঘ বলছে, রুশ সৈন্যরা  শত শত  ইউক্রেনীয় বেসামরিক লোককে হত্যা করেছে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, এমন লোককেও কোন বিচার ছাড়াই হত্যা করা হয়েছে যারা স্পষ্টতঃই কোন হুমকির কারণ ছিল না – এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের হাতও ওপর দিকে তোলা ছিল।

জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে উপস্থাপন করা তাদের রিপোর্টে চারশ’রও বেশি এরকম ঘটনা তুলে ধরা হয়েছে।

তবে এতে সতর্ক করা হয় যে এসব ঘটনার প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

এতে বলা হয়, তদন্তকারীরা এমন একটি ঘটনাও পাননি যেখানে এসব হত্যাকাণ্ডের জন্য কোন রুশ সৈন্যকে  জবাবদিহি করতে হয়েছে বা শাস্তি হয়েছে।

সূত্র: বিবিসি