আগৈলঝাড়া (বরিশাল), ২৩ পৌষ (৭ জানুয়ারি) :
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী
পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইউনিয়ন
পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকান্ডে জনগণকে সরাসরি সম্পৃক্ত করতে
তৃতীয় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে
বাস্তাবায়ন করছে। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং তৃণমূল
পর্যায়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে গ্রাম আদালত কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বরিশাল জেলার আগৈলঝাড়াস্থ সেরালের নিজ বাসভবন চত্বরে সদর উপজেলা ইউনিয়ন
পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে
আবুল হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী
লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে
ওয়ানস্টপ সার্ভিস সেবা প্রদানের জন্য প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
নির্মাণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সুবিধাবঞ্চিত গ্রামীণ
জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
ও সদস্যদেরকে স্ব স্ব এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিত প্রয়াস গ্রহণের আহ্বান জানান।
তিনি তাদেরকে সরকারের মুখাপেক্ষী না থেকে ইউনিয়ন পরিষদসমূহের নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে
জনসেবা নিশ্চিতকরণের পরামর্শ দেন।