যখন শূন্যে ভাসি
পাখিদের সহচর মনে হয়
ডানায় ডানায় রোদ পোহায় মেঘ
চঞ্চলা মৃগয়ার ছন্দ তোলে উর্বশী সমিরণ।

জানালার ওপারে দৃষ্টি ছড়াই সুদূরে
মেঘ নন্দিনী হয়ে যাই চকিতে
মেঘের গায়ে লুটোপুটি খায় কৈশরবেলা
আমি চেয়ে রই হতবিহ্বল!
মেঘ বালিকার বিস্ফোরিত চোখের তারায় দেখি আমারই প্রতিচ্ছবি।

নীলিমার পথ ধরে ভেসে যাই গ্যালাক্সি অভিমুখে,
শূন্যের রেখা বরাবর ভেসে যাই,
ভেসে যাই, ভেসে যাই
যেন যেতে চাই তোমার গন্তব্যে….
আকাশের রাজ্যে,
২৬/১/২০২৩
১০টা ১৯ মিনিট।