রংপুর, ৬ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত
এগিয়ে চলছে। বাংলাদেশ আওয়ামী লীগ একের পর এক নির্বাচনি ইশতেহার পূরণ করে যাচ্ছে। ঢাকা-
রংপুর রাস্তা ফোর লেন হচ্ছে, রেলযোগাযোগ উন্নত হয়েছে, সেবার মান বেড়েছে। সৈয়দপুর বিমান
বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর ঘোষণা দেয়া হয়েছে, বিমান বন্দরের উন্নয়নমূলক কাজ এগিয়ে
চলছে। বিমান বন্দরে সেবার মান বেড়েছে। আজ প্রায় ১৬টি ফ্লাইট চলাচল করছে, আগামীতে আরো
বাড়বে। ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করার চেষ্টা করছি। মন্ত্রী বলেন, আমাদের ভাগ্যের
পরিবর্তন করতে হলে শিক্ষার উন্নয়ন করতে হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
করা হয়েছে, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হচ্ছে, লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন
এ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আজ রংপুরে আরডিআরএস বাংলাদেশ এর বেগম রোকেয়া মিলনায়তনে
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং জাতিসংঘ
ডেমোক্রেটিক্রেসি ফান্ড এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা,
শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এবং লালমনিরহাট জেলায় চা উৎপাদন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় কাজী গ্রুপ পঞ্চগড়ের চা উৎপাদন শুরু করে। আজ
দেশের মোট চা উৎপাদনের ১৪ ভাগ দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত হচ্ছে। প্রায় সাড়ে আট
হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। চিলমারী বন্দরের কার্যক্রম
শুরু হয়েছে। চলমান কাজগুলো শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের
সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র
মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর
সম্পাদক ড. বদিউল আলম মজুমদার
পরে মন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা কাউনিয়া এবং পীরগাছা উপজেলার বাংলাদেশ আওয়ামী
লীগ এর নেতাকের্মীদের সাথে মতবিনিময় করেন।