উত্তরা প্রতিনিধি।।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার সুইচ গেইট নামক এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ সেলিম মিয়া (৩৮)। সে জামালপুর জেলার মোজাম্মেল হকের পুত্র।
আজ শনিবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে র্যাব-১, উত্তরার একটি দল জানতে পারে, রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর থেকে আশুলিয়াগামী মহাসড়কে সুইচ গেইট, তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৩৮)কে আটক করতে সক্ষম হয়।
মোঃ পারভেজ রানা জানান, এসময় তার নিকট থেকে দুইশত গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে উত্তরা পশ্চিম থানায় শুক্রবার রাতে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে আজ শনিবার ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জানান, হেরোইন সহ এক মাদককারবারিকে র্যাব-১, উত্তরার সদস্যরা আটক করেছে। তাকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।