যোবায়ের আহমেদ: কুরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আন্তর্জাতিকভাবে উপযুক্ত করে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে রাজধানী উত্তরায় যাত্রা শুরু করলো ‘স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি’। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ৪নং সেক্টরের ৯ নম্বর রোডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, ‘স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি দুনিয়া ও আখেরাতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে। এখানে কুরআন হিফযের পাশাপাশি ইংরেজি শিক্ষারও সুযোগ থাকবে; যা শিশুদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দিতে সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ভারতীয় স্বার্থে কাজ করে তারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের জন্য রাজনীতি করতে হবে, ভয়ভীতি ছড়িয়ে নয়।’

বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেন, ‘উত্তরায় এ ধরনের আরবি-ইংরেজি সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় আমরা আনন্দিত। এটি স্থানীয় মানুষের জন্য এক অনন্য শিক্ষার সুযোগ তৈরি করবে।’

আরেক বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, ‘এ একাডেমির কার্যক্রমে আমরা সফলতার কামনা করছি। এসময় বিএনপির নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার পরামর্শ দেন তিনি।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজের সঞ্চালনায় ও স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন —ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান, দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার, তুরাগ থানা বিএনপির আহবায়ক হারুনুর রহমান রুকন, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন —স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ।