ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরার ৭ নস্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন লাগার কারণে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত মো. আনিসুর রহমান।

তিনি বলেন, ভোর ৪টা ৪০ মিনিটে সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে মঙ্গলবার দিনগত রাত ১টা ১৮ মিনিটে সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন লাগার খরব পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ফায়ারের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে আরও ২৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট ২৪টি ইউনিটের প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে, গ্র্যান্ড সাইদ সেন্টারের নিরাপত্তায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম।

ডিসি মোর্শেদ আলম বলেন, উত্তরার সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ কাজ করছে। আমরা যতদূর জানতে পেরেছি এটি কমার্শিয়াল ভবন। তাই এ ভবনের নিরাপত্তা দেওয়া প্রয়োজন মনে হচ্ছে।