উত্তরা আর্মি ক্যাম্প হতে পরিচালিত রাত্রিকালীন টহল কর্তৃক আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন এলাকা থেকে ছিনতাই করার প্রস্তুতি গ্রহণ কালে উক্ত অপরাধীকে ধরা হয়। ছিনতাইকারীর সাথে একটি আধুনিক চাকু এবং একটি দেশি রামদা পাওয়া যায়। ছিনতাই কারি কর্তৃক তথ্য পাওয়া যায় যে তাদের দলটি টঙ্গীর বস্তি এলাকা থেকে ছিনতাই করার জন্য নিয়মিত উত্তরায় আসে। এছাড়াও টঙ্গীর বিভিন্ন বস্তিতে আরো অনেক ছোট-বড় সঙ্ঘবদ্ধ দল রয়েছে। পরবর্তীতে ধৃত ছিনতাইকারীকে উত্তরা পূর্ব থানার পুলিশ সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।