উত্তরা, ০১ ভাদ্র (১৬ আগস্ট) :
রাজধানীর উত্তরায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় চায়না কম্পানি গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) বিরুদ্ধে মামলা করেছে নিহত পরিবারের সদস্যরা। সোমবার দিবাগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
আফরান মণ্ডল বাবু বলেন, অবহেলার কারণে এ ঘটনা ঘটায় ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে একটি চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি কাজ করছে। এই কাজের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা থেকে গাজীপুরগামী রাস্তায় বক্সগার্ডার একটি ক্রেনের সাহায্যে লোবেট ট্রাকে উঠানো হচ্ছিল। এ সময় প্রয়োজনীয় নিরাপত্তা না থাকায় তার স্বজনদের বহনকারী গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে বক্সগার্ডার গাড়িটির চালকের আসনসহ পেছনের আসনের অর্ধেকের বেশি অংশজুড়ে আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সাতজনের মধ্যে পাঁচজন নিহত হন।