বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের অধিকাংশ আমলা এখনও দেশ চালাচ্ছেন জানিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে নিরপেক্ষ সরকার। সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, অনন্তকাল ধরে কোনো সংস্কার চলতে পারে না।

শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো একপ্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও দাবি করেন রিজভী।