Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: স্বাচ্ছন্দে উৎসাহ উদ্দিপনায় রাজধানীর প্রান কেন্দ্র উত্তরা প্রেস ক্লাবের বাৎসরিক নির্বাচন এর ভোট প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে সকাল ১০টা থেকে।

ইতিমধ্যে প্রাথীরা সামাজিক সোশ্যাল মিডিয়া এবং সদস্যদের সাথে ফোনে যোগাযোগ এবং সাক্ষাৎ করে ভোট চাইছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এই নির্বাচন ঘিরে রাজনৈতিক ভাবে স্থানীয় নেতাদেরও আগ্রহ বেড়েছে। তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাও। একেই সাথে জাতীয় মিডিয়া হাউজেও উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে আলোচনায় স্থান পেয়েছে।

শুধু সভাপতি পদেই এবার ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন প্রাইভেট টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার, আর একজন একটি দৈনিক পত্রিকার সংবাদকর্মী। সহ-সভাপতি পদে আছেন ৩ জন প্রার্থী। সাধারণ সম্পাদক পদে আছেন দুই জন প্রার্থী। যার মধ্যে একজন প্রাইভেট টিভি চ্যানেল এর আরেকজন দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার। সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক এবং আপ্যায়ণ সম্পাদক পদে লড়ছেন দুই জন করে। সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সম্পাদক পদে একজন করে প্রার্থী রয়েছেন ।

সর্বমোট ১৩ জনকে নিয়ে উত্তরা প্রেস ক্লাব এর কার্য নির্বাহী কমিটি ।মোট সদস্য সংখ্যা রয়েছে ১০০। এই সংখ্যার সদস্যরা সকাল থেকে ভোট প্রদান শুরু করেছেন। এই ভোট প্রদান প্রক্রিয়া বিকেল ৪টা পর্যন্ত চলবে । ইতিমধ্যে অনেকেই তাদের পছন্দের প্রাথিকে ভোট প্রদান করেছেন।

অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে “চুড়ান্ত প্রার্থী তালিকা” প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ‍্যাড. মাসুদুল করিম। কমিশনের দায়িত্ব পালন করছে বিশিষ্ট্য সাংবাদিক মনিরুজ্জামান এবং সেলিম কবির।

উত্তরা প্রেসক্লাব ভবনে প্রার্থী ও সদস‍্যদের উপস্থিতিতে গত ৩১/০১/২০২৫ তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

নিম্নে প্রার্থী তালিকা: সভাপতি পদে ফরিদ আহমেদ নয়ন (এশিয়ান টিভি ), আলাউদ্দিন আল আজাদ ( বিজয় টিভি ), রবিউল ইসলাম রবি ( এটিএন নিউজ ) মিজানুর রহমান (দৈনিক লাখো কণ্ঠ)।

সিঃ সহ সভাপতি পদে- বদরুল আলম মজুমদার ( দৈনিক প্রতিদিনের সংবাদ ), সাহাদাত হোসেন মানিক ( দৈনিক সবুজ বাংলা) সহ-সভাপতি পদে : সাইফুর নুর শুভ( দৈনিক যুগান্তর), মোহাম্মদ জাহাঙ্গীর কবির(দৈনিক ইত্তেফাক), মোঃ রিপন মিয়া( দৈনিক নওরোজ) সাধারণ সম্পাদক পদে- মো আরিফুল ইসলাম( নিউজ ২৪ টিভি), মাহফুজুল আলম খোকন(খোলা কাগজ), যুগ্ম সাধারন সম্পাদক পদে- ওয়াহিদ আবদুল্লাহ রাজিব (বার্তা বাজার), সৈয়দ ইদ্রিস আলী (দৈনিক ঢাকা), সাংগঠনিক সম্পাদক পদে- যোবায়ের আহমেদ (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক পদে :- মোঃ ইসমাইল হোসেন শামীম, দপ্তর সম্পাদক পদে, মোঃ রেজাউর রহমান ( সম্পাদক দৈনিক ক্রাইম পেট্রোল ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে, সাইফুল ইসলাম একা( দৈনিক তৃতীয় মাত্রা), প্রচার সম্পাদক পদে, ইব্রাহিম হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), আপ‍্যায়ন সম্পাদক পদে : আমিনুল ইসলাম শাহীন (দুর্নীতির রিপোর্ট ), রবিউল ইসলাম রাজু ( দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ) নির্বাহী সদস‍্য পদে : কামরুল হাসান মজুমদার( দৈনিক যায়যায়দিন ও সম্পাদক বিডিদিনকাল.কম )

উল্লেখ্য, পদগুলোতে একক প্রার্থী রয়েছে ইতিমধ্যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক এই ঘোষণা করা হয়।