শত সহস্র জনমে তোমাকেই চাই
এক জনমে তোমাকে চাই না তোমাকে তো চাই শত সহস্র জনমে।
ভালোবাসতে চাই মৃত্যুর মতো করে
জড়িয়ে রাখতে চাই আপন পরশে।
রাতের নিস্তব্ধতাকে সাক্ষী রাখতে চাই
যুগলবন্দী ফ্রেমে।
কখনো চাই না চৈত্রের তেজদীপ্ত রোদ হও কিংবা আষাঢ়ের ভারী বর্ষণ।
আমি তো চাই
শীতল বায়ু হও ফুটন্ত গোলাপ হও শত সহস্র জনমে।
চাইলে তুমি নদীর মতো শান্ত হতে পারো
মাঝে মাঝে আমরা টুপটাপ জলে
মাছেদের সাথে গভীর মিতালী গড়ে তুলবো।
ইচ্ছে করে ঘুরতে যাবো সাগরের অতল গহ্বরে।
সেখানেই পরম শান্তিতে ভেসে বেড়াবো তুমি আর আমি।
৩০/০৩/২০২৩
ঢাকা,বাংলাদেশ