তোমার কথা খুব যে বেশি আমার মনে পড়ে
সকাল দুপুর মনটা আমার থাকে নাতো ঘরে।
হারিয়ে যাই কল্পনাতে ভেবে
তোমার স্মৃতি
মধুর সময় ছিল যখন চলতো প্রেমের গীতি।
মনের ভুলেও এখন আমার নাও না তুমি খোঁজ
আজও আমি তোমায় ভেবে কেঁদে উঠি রোজ।
ভালোবাসি আগের মতো কমেনি এক চুল
হয়তো আমার হয়েছিল মনের ভুলে ভুল।
সুযোগ তুমি দাওনি আমায় করে দিলে পর
ভেঙে দিলে যত্নে গড়া গোছানো সেই ঘর।
জানি কভু কোনোদিনও হবে না যে মোর,
ফেলে আসা রাতও জানে উঠবে না সে ভোর।