সোমবার, ২৪ জুলাই ২০২৩

তাসকিন আহমেদের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে। তিনি এখন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–১০ এ বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

এর মধ্যেই এলো আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি আজ নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেওয়া হবে কি না, এখনো সে সিদ্ধান্ত হয়নি।

তবে বিসিবিকে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন তাসকিন। ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস প্রথম আলোকে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো এনওসি দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে ম্যানেজম্যান্টকে সে জানিয়েছ

এ বছর কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তা হয়নি। গত বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসও তাঁকে চেয়েছিল। কিন্তু গত বছর বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে আইপিএল খেলা হয়নি।