ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ এন্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট)-দুইটির মধ্যে
একটির একটি মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় Ship To Ship Transfer Operation করা সম্ভব হবে না
বিধায় এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটবে। আগামী ১৫ জানুয়ারি ২০২২ নাগাদ এই ত্রুটি মেরামত
বা পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ
করছে এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।